মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:১৫ অপরাহ্ন
ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ
সুসম্পর্ক সম্প্রীতি সেবা ও প্রগতিকে ধারণ করে শনিবার সকাল ৭টায় স্থানীয় ডাবুর মাঠে জনতা ব্যাংক ফুলতলা শাখা বনাম জনতা ব্যাংক কুয়েট কর্পোারেট শাখার মধ্যে এক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। উক্ত প্রীতি ম্যাচে প্রধান অতিথি ছিলেন খুলনা এরিয়া প্রধান ও ডিজিএম আনম আঃ হাই সিদ্দীকী। বিশেষ অতিথি ছিলেন খুলনার ডিজিএম মোঃ জাকির হোসেন। সম্মানিত অতিথি ছিলেন উপজেলা ক্রীড়া সম্পাদক মোঃ হুমায়ুন কবির ভুঁইয়া। প্রীতি ম্যাচ অনুষ্ঠানে প্রধান অতিথি আনম আঃ হাই সিদ্দীকী বলেন, খেলায় জয় পরাজয় থাকবে। আমি বিশ্বাস করি শুধুমাত্র জয় পরাজয় শব্দ যুগলে ফয়সালা করতে এখানে কেউ আসেনি। আমরা সুসম্পর্ক ভ্রাতৃত্ব ও সম্প্রতির চর্চা করতে আমরা উপস্থিত হয়েছি। যদি আমরা সুসম্পর্ক ও ন্যায্যতা বজায় রেখে চলতে পারি তাহলে আমরা সবাই জিতবো। পরিশেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ বিজয়ীদের জন্য শুভকামনা জানান। খেলায় কুয়েট কর্পোারেট শাখা চ্যাম্পিয়ন ও জনতা ব্যাংক ফুলতলা শাখা রানার্স আপ নির্বাচিত। খেলায় ম্যান অফ দা ম্যাচ নির্বাচিত হয়েছেন বিজয়ী দলের আঃ হামিদ শেখ। খেলা শেষে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: BD IT SEBA