ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ
ফুলতলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে শুক্রবার শেষ হচ্ছে সপ্তাহব্যাপী ‘ভূমিসেবা সপ্তাহ—২০২৪’। এবার ভূমিসেবা সপ্তাহ’র প্রতিপাদ্য ছিল ‘স্মার্ট ভূমি সেবা, স্মাট নাগরিক’। গত ৮ জুন অতি সমারহে ফুলতলা ভূমি অফিসের সামনে ‘ভূমিসেবা সপ্তাহ— ২০২৪’ উদ্বোধন হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনীম জাহান। এ উপলক্ষে একটি বর্ণাঢ়্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালীতে বিপুল সংখ্যক সেবাগ্রহীতা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ভূমি কার্যালয়ের সামনে ৩টি স্টলের মাধ্যমে সেবাগ্রহীতাদের তাৎক্ষনিক ভূমি সংক্রান্ত বিভিন্ন জটিল সমস্যার সমাধান করা হয়। এ কাজের সার্বক্ষনিক তদারকি করেন নবাগত ফুলতলা সহকারী কমিশনার (ভূমি) ও নিবার্হী ম্যাজিষ্ট্রেট পাপিয়া সুলতানা। অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা—কর্মচারীরা সার্বিক কাজে সহায়তা করেন। ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে গতকাল বিকাল সাড়ে ৩টায় এক বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়। সহকারী কমিশনার (ভূমি) ও নিবার্হী ম্যাজিষ্ট্রেট পাপিয়া সুলতানা ভূমি কার্যালয়ের প্রধান ফটকেরসামনে মাধবী লতা, চেরী ফুল ও হিম সাগর আমগাছের চারা রোপন করে এ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী ভূমি কর্মকর্তা আবুল বাসার, এনামুল কবীর, প্রেসক্লাব ফুলতলার সভাপতি তাপস কুমার বিশ্বাস, সম্পাদক শেখ মনিরুজ্জামান, সাংবাদিক নেছার উদ্দীন, সাংবাদিক ও কবি আনন্দ কুমার স্বর, নাজির ফারজানা ইয়াসমিন, গোধূলী ঘোষসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা—কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক,মেয়র, খুলনা সিটি কর্পোরেশন। সম্পাদক: মো: মুন্সি মাহবুব আলম সোহাগ। আইটি ইনচার্জ : মোঃ নাঈমুজ্জামান শরীফ । প্রকাশনা, বার্তা ও বাণিজ্যিক বিভাগ: "জাহান মঞ্জিল" ৪০, সিমেট্টি রোড (বেণী বাবু রোড), ফুলমার্কেট, খুলনা। dailydeshsanjog@gmail.com, sohagkhulna@gmail.com, online.deshsanjog.news@gmail.com যোগাযোগ করুন: info@deshsanjog.com</p>
দৈনিক দেশ সংযোগ