ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধিঃ
ডুমুরিয়ায় ভ্রাম্যমান আদালতে দুই গাজা ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে। সোমবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মুহাম্মদ আল-আমিন এ আদালত পরিচালনা করেন। আদালত সুত্রে জানা গেছে, উপজেলার শাহপুর এলাকার এলাকার দুই গাজা ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। দন্ডপ্রাপ্তরা হল শাহপুরের তালতলা এলাকার মৃত শফি আকুঞ্জি’র ছেলে ইলিয়াস আকুঞ্জি (৫৬) ও মোজাফ্ফার মোল্ল্যার ছেলে হাফিজুর মোল্ল্যা (২৮)। এরা দু’জন গতকাল সোমবার বিকেলে গাজা বিক্রির জন্য প্রস্তুতি নিচ্ছিল। এমন খবরের ভিত্তিতে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টীম সেখানে অবস্থান নিয়ে ওই দু’জনকে আটক করে। এবং তাদের কাছে থাকা পলিথিনে মোড়ানো ৫০ গ্রাম ওজনের একটি গাজার পোটলা উদ্ধার করে। এরপর তাদেরকে ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মুহাম্মদ আল-আমিনের এজলাসে হাজির করেন। এ সময় তিনি আদালত পরিচালনা করেন এবং দীর্ঘ শুনানি শেষে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৯ (১) এর “গ” লংঘনের দায়ে ধারা ৩৬(১) মতে আসামী ইলিয়াস আকুঞ্জিকে ৬ মাসের কারাদন্ডসহ ১ হাজার টাকা জরিমানা এবং অপর আসামী হাফিজুর মোল্ল্যাকে ৩ মাসের কারাদন্ডসহ ১ হাজার টাকা জরিমানা ধার্য্য রেখে রায় ঘোষণা করেন। আদালত পরিচালনায় সহযোগিতা করেন জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ ফরহাদ হোসেন ও উপ-পরিদর্শক কে এম এ হানিফ।
উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক,মেয়র, খুলনা সিটি কর্পোরেশন। সম্পাদক: মো: মুন্সি মাহবুব আলম সোহাগ। আইটি ইনচার্জ : মোঃ নাঈমুজ্জামান শরীফ । প্রকাশনা, বার্তা ও বাণিজ্যিক বিভাগ: "জাহান মঞ্জিল" ৪০, সিমেট্টি রোড (বেণী বাবু রোড), ফুলমার্কেট, খুলনা। dailydeshsanjog@gmail.com, sohagkhulna@gmail.com, online.deshsanjog.news@gmail.com যোগাযোগ করুন: info@deshsanjog.com</p>
দৈনিক দেশ সংযোগ