• E-paper
  • English Version
  • মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:২৪ অপরাহ্ন

×

ডুমুরিয়ায় জমি জবর দখলের পায়তারা: মারপিট ও ক্ষতি সাধনের অভিযোগ

  • প্রকাশিত সময় : শনিবার, ২৯ জুন, ২০২৪
  • ৩৬ পড়েছেন

ডুমুরিয়া প্রতিনিধি:

ডুমুরিয়ার শোলাগাতিয়া এলাকায় পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষ কর্তৃক জমি জবর দখলের পায়তারা এবং জমির মালিকে মারপিট ও হুমকি ধামকির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভূক্তভোগী জমির মালিক বাহারুল ইসলাম বাদী হয়ে শুক্রবার নারায়ন চন্দ্র আঢ্যসহ তার সহযোগীদের বিবাদী করে থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। থানা পুলিশ ও এলাকাবাসী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার শোলগাতিয়া গ্রামের বাসিন্দা দিলীপ আঢ্য শোলগাতিয়া মৌজার আর,এস ২২৫ খতিয়ানের ৭৪৪ দাগের ১০ শতাংশ জমির মধ্যে.০৩ শতাংশ জমির রেকর্ডীয় মালিক হিসেবে বসত ঘর নির্মাণসহ গাছ-পালা রোপন করে ভোগ দখল করে আসছিলেন।দিলীপ আঢ্য ওই জমির মধ্যে থেকে.০২ শতাংশ জমি চলতি বছরের প্রথম দিকে স্হানীয় শোলগাতিয়া গ্রামের মোঃ বাহারুল ইসলাম এবং চহেড়া গ্রামের ছালাম জোয়ার্দ্দারের কাছে কবলা দলিল মূলে বিক্রি করে দেন। জমির ক্রেতাদ্বয় উপজেলা ভূমি অফিস থেকে নিজ  নামে ৮১৭ নং নামজারি  খতিয়ানে রেকর্ড করত: কর খাজনা পরিশোধ করে ভোগ দখল করতে থাকেন।গত ২ জুন জমি বিক্রেতা ক্রেতাদের জমি পরিমাপ করে ঘেরা বেড়া এবং জমির মালিকানা সংক্রান্ত সাইনবোর্ড ঝুলিয়ে দেন।

এ সময় বিবাদী নারায়ন আঢ্য,যুদিষ্ঠির আঢ্য ও তাদের  সহযোগি শফি মোল্যা  জমি পরিমাপে বাঁধা দেয়ার অপচেষ্টা করেন। এক পর্যায়ে বিবাদীগণ গত ২২ জুন তারিখে বাদী বাহারুল ইসলামকে মারপিট করে লাঞ্চিত করা সহ নানাবিধ হুমকি ধামকি এবং ক্ষতি সাধন করে। এ বিষয়ে বাদী বাহারুল ইসলাম বলেন, বিবাদীগণ আমাদের ক্রয়কৃত ভোগ দখলীয় জমিতে থাকা আমসহ বিভিন্ন প্রজাতির ফলজ গাছ কেটে ক্ষতি সাধন করেছে এবং ঘরের তালা ভাঙ্গাসহ জমিতে টানানো সাইনবোর্ডটি খুলে নিয়ে গেছে।অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিবাদী নারায়ন আঢ্য ও যুধিষ্ঠির আঢ্য বলেন, এই জমি আমাদের শরীকদের এজমালি সম্পত্তি। দিলীপ আঢ্য শরিক হিসেবে জমির সামনের অংশে ঘরবাড়ি নির্মাণ করে বসবাস করতো ঠিকই,কিন্ত তিনি যখন জমি অন্যত্র বিক্রি করে দিয়েছেন তখন আমরা রাস্তা সংলগ্ন সামনের জমির দাবী ছাড়বো কেন?

ডুমুরিয়া  থানা পুলিশের ডিউটি অফিসার এস,আই সঞ্জীব সমদ্দার জিডি এন্ট্রির বিষয়টি নিশ্চিত করে জানান, আদালতের নির্দেশনা পেলে পরবর্তি পদক্ষেপ নেয়া হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: BD IT SEBA