বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১২:২৩ অপরাহ্ন
দেবহাটা প্রতিনিধিঃ
দেবহাটায় যুব উন্নয়ন অধিদপ্তরের ‘টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডারপ্রিভিলেজড রুরাল ইয়াং পিপল অব বাংলাদেশ (টেকাব ২য় পর্যায়)’ শীর্ষক দুই মাস মেয়াদী কম্পিউটার এন্ড নেটওয়ার্কিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন হয়েছে। মঙ্গলবার (২ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান।
উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত এ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রেসক্লাব সভাপতি মীর খায়রুল আলম, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, যুব উন্নয়ন অফিসার আহমেদ তাহমীর সিদ্দিকী, সমাজসেবা অফিসার অধির কুমার গাইন, মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, প্রশিক্ষক মো. তাইজুল ইসলাম, সহকারি প্রশিক্ষক এমদাদুল হক সহ বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দুই মাস মেয়াদী এ প্রশিক্ষণে উপজেলার ২০জন যুবক ও ২০ যুবতী অংশগ্রহণ করেন। বেকার যুবক-যুবতীদের আইটি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনবল ও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষে এ উদ্যোগ হাতে নিয়েছে বর্তমান সরকার।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: BD IT SEBA