দাকোপ প্রতিনিধিঃ
দাকোপে সংবাদ সম্মেলনের প্রতিবাদে সৌমিন্দ্রের বিরুদ্ধে প্রেসক্লাবে পাল্টা সংবাদ সম্মেলন করেছে সাহেবের আবাদ গ্রামের মৃঃ কৃষ্ণচন্দ্র গাইনের পুত্র দেবপ্রসাদ গাইন।বৃহস্পতিবার বেলা ১২ টায় প্রেসক্লাবের হল রুমে সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমার প্রতিবেশী মৃঃ অনিরুদ্ধ গাইনের মাদকসেবী সন্ত্রাসী পুত্র সৌমিন্দ্র গাইন গত ২ জুলাই আমাকে জড়িয়ে সংবাদ সম্মেলনে যে অভিযোগ এনেছে তা সম্পূর্ন মিথ্যা বানোয়াট ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রনোদীত। তিনি বলেন দাকোপের সাহেবের আবাদ মৌজায় ৩৪৪ দাগে আমার পৈত্রিক রেকর্ডিয় সম্পত্তিতে আমাদের ভোগ দখল ও বসবাস। আমার বসত বাড়ী সংলগ্ন ৩২৪ দাগে চলাচলের রাস্তা ও বসত বাড়ী এবং রাস্তার মাঝে অবস্থিত ৩২৬ দাগ (খাস) সরকারী জায়গা। প্রতিপক্ষ সৌমিন্দ্র গাইন পাশের ৩২৭ দাগে খাস জমি বন্দোবস্ত নেয়। বন্দোবস্ত নেওয়ার পরে সে ৩২৪ দাগে থাকা সর্ব সাধারনের চলাচলের রাস্তার জায়গা এবং ৩২৬ দাগে পাশের খাস জমি অবৈধভাবে দখলে নেওয়ার পায়তারা করে আসছে। একই সাথে আমাদের পৈত্রিক সম্পত্তি জবর দখলে নেওয়ার অপচেষ্টা চালিয়ে আসছে।
এ ঘটনা নিয়ে ইউনিয়ন পরিষদ, দাকোপ থানায় একাধীকবার অনুষ্ঠিত শালিস বৈঠকে তার দাবী অবৈধ বলে প্রমানিত হয়েছে। তার এই অবৈধ অনৈতিক দাবী পূরনে বাঁধা দেওয়ায় দীর্ঘদিন সে আমার এবং আমার পরিবারের সদস্যদের উপর হামলা মামলা নির্যাতন চালিয়ে আসছে। সৌমিন্দ্র একজন চিহ্নিত মাদকসেবী। অতীতে সে একাধীকবার মাদকসহ পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। গত ২৯ জুন ২০২৪ তারিখ আমার বাড়ীতে রাজমিস্ত্রির কাজে থাকা ধীরাজ মন্ডলের উপর এই ভয়ংকর সন্ত্রাসী সৌমিন্দ্র হামলা করে তাকে রক্তাত্ব জখম করে। বর্তমানে তিনি দাকোপ হাসপাতালে চিকিৎসাধীন। যে ঘটনায় আহত ধীরাজ মন্ডল বাদী হয়ে দাকোপ থানায় মামলা দায়ের করে যা দাকোপ থানার মামলা নং ০২ তাং ০২/০৭/২০২৪। সে প্রতিনিয়ত আমার পরিবারের সদস্যদের উদ্দেশ্য করে অশ্রাব্য ভাষায় গালি গালাজ এবং নানা ধরনের হুমকি ধামকি অব্যহত রেখেছে। ধারাবাহিক হামলা মামলার কারনে নিজেদের নিরাপত্তার স্বার্থে তার বিরুদ্ধে আমিসহ বিভিন্ন জনে অতীতে ২৩/০৯/২৩ জিডি নং ৯৮৪ ও ৯৮৫, ২৪/০৯/২৩ জিডি নং ১০২৭ দায়ের করি। এ ছাড়া উপজেলা নির্বাহী অফিসারসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করি। তিনি নিজেকে একজন স্কুল শিক্ষক দাবী করে বলেন, সমাজে আমার একটি সম্মানের জায়গা আছে। তার মত একজন স্বীকৃত মাদকসেবীর এহেন কর্মকান্ডে আমি এবং আমার পরিবার অনেকটা জিম্মিদশায় বসবাস করছি। তিনি দেশের প্রচলিত আইনে ন্যায় বিচার পেতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সহযোগীতা কামনা করেন। সংবাদ সম্মেলনে তার সাথে বিরোধীয় সম্পত্তিতে বসবাসকারী শরীক অনুপ কুমার গাইন,মম চিত্ররঞ্জন গাইন, মহিতোষ গাইন, রামপ্রসাদ গাইন, বিপ্লব গাইন, যুথিকা গাইন, টুম্পা গাইন, ঝুম্পা গাইন,মম রত্না গাইন, অলোকা গাইন উপস্থিত ছিলেন।
উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক,মেয়র, খুলনা সিটি কর্পোরেশন। সম্পাদক: মো: মুন্সি মাহবুব আলম সোহাগ। আইটি ইনচার্জ : মোঃ নাঈমুজ্জামান শরীফ । প্রকাশনা, বার্তা ও বাণিজ্যিক বিভাগ: "জাহান মঞ্জিল" ৪০, সিমেট্টি রোড (বেণী বাবু রোড), ফুলমার্কেট, খুলনা। dailydeshsanjog@gmail.com, sohagkhulna@gmail.com, online.deshsanjog.news@gmail.com যোগাযোগ করুন: info@deshsanjog.com</p>
দৈনিক দেশ সংযোগ