প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২১, ২০২৪, ২:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৫, ২০২৪, ৫:৩২ পি.এম
লোহাগড়ায় প্রখ্যাত ঔপন্যাসিক ডা: নীহার রঞ্জন গুপ্ত পাঠাগারের শুভ উদ্বোধন
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি :
প্রখ্যাত ঔপন্যাসিক ডাঃ নীহার রঞ্জন গুপ্ত পাঠাগারের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৪ জুলাই) বিকাল ৫ টায় লোহাগড়া উপজেলার ইতনায় নীহার রঞ্জন গুপ্ত যাদুঘরে বিশিষ্ট সমাজসেবক শমসের ইসলাম সামু'র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জহুরুল ইসলাম।
স্বাগত বক্তব্য রাখেন ডা: নীহার রঞ্জন গুপ্ত ফাউন্ডেশনের সমন্বয়ক ও নড়াইল জেলা সংস্কৃতি উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক এস এম আকরাম শাহিদ চুন্নু। এ সময় আরও উপস্থিত ছিলেন চিত্র শিল্পী আলী আজগর রাজা, নারায়ন চন্দ্র, তবিবুর রহমান, খন্দকার খালিদুজ্জামান, প্রমূখ। পরে প্রধান অতিথি ফিতা কেটে পাঠাগারের শুভ উদ্বোধন করেন।
উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক,মেয়র, খুলনা সিটি কর্পোরেশন। সম্পাদক: মো: মুন্সি মাহবুব আলম সোহাগ। আইটি ইনচার্জ : মোঃ নাঈমুজ্জামান শরীফ । প্রকাশনা, বার্তা ও বাণিজ্যিক বিভাগ: "জাহান মঞ্জিল" ৪০, সিমেট্টি রোড (বেণী বাবু রোড), ফুলমার্কেট, খুলনা। dailydeshsanjog@gmail.com, sohagkhulna@gmail.com, online.deshsanjog.news@gmail.com যোগাযোগ করুন: info@deshsanjog.com</p>
দৈনিক দেশ সংযোগ