• E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১২:২৩ অপরাহ্ন

×

পিরোজপুরে মন্দির ভাংচুর মামলায় ইউপি চেয়ারম্যান বরখাস্ত 

  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ১১২ পড়েছেন
পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুর সদর উপজেলার শিকাদার মল্লিক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শহিদুল ইসলাম হাওলাদারকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার স্বাক্ষরিত ৭ জুলাইয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। শহিদুল ইসলাম শিকদার মল্লিক ইউনিয়ন পরিষদের দুইবারের নির্বাচিত চেয়ারম্যান। তিনি জেলা আওয়ামী লীগ আইন বিষয়ক সম্পাদক।এ ইউনিয়নের পাঁচপাড়া বাজারে থাকা কালীমন্দির ভাঙচুর ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলার চার্জশিটভুক্ত আসামি তিনি। স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪(১) ধারা অনুযায়ী তার বিরুদ্ধে এ ব্যবস্থা নিয়েছে  মন্ত্রণালয়।প্রজ্ঞাপনে বলা হয়, একটি মামলার অভিযোগপত্র পিরোজপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত আমলে নেওয়ায় এবং পিরোজপুর জেলা প্রশাসকের সুপারিশের পরিপ্রেক্ষিতে চেয়ারম্যান  শহিদুল ইসলাম হাওলাদারকে তার পদ থেকে  সাময়িক বরাখাস্ত করা হয়েছে। শিকদার মল্লিক ইউনিয়নের একটি কালীমন্দির ২০১৮ সালের ৭ জুলাই ভাঙচুর এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে জনৈক সুভাষ চন্দ্র মিস্ত্রী চেয়ারম্যান শহিদুল ইসলাম কে আসামী  করে মামলা করে ছিলেন  তদন্ত শেষে ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম হাওলাদার ও তার সহযোগীদের নামে ২০২৩ সালে দণ্ডবিধির ১৪৩, ৪৪৭, ৩২৩, ৩২৫, ৩০৭, ২৯৫, ৩৭৯, ৪২৭, ৫০৬ এবং ১১৪ ধারায় আদালতে অভিযোগপত্র দাখিল করেন।বরখাস্তকৃত চেয়ারম্যান শহিদুল ইসলাম জানান,তিনি   মন্ত্রণালয়ের আদেশের  বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: BD IT SEBA