মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাটের মোল্লাহাটে যুবসমাজের উদ্যোগে চার দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৪ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। কাহালপুর যুবসমাজের উদ্যোগে মঙ্গলবার দুপুর ১টা হতে সন্ধ্যা পর্যন্ত ডাঃ মনসুর আহমদ মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাঁকজমকপূর্ণ এ খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলার ফাইনালে কাহালপুর ফুটবল একাদশকে ৩/১ গোলের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় খুলনা পুলিশ ফুটবল একাদশ দল। চার দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে অংশ নিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় খুলনা ফুটবল একাদশ দলকে একটি ২০" ইঞ্চি এলইডি টিভি ও রানার্স আপ হওয়ায় কাহালপুর ফুটবল একাদশকে একটি ১৭" ইঞ্চি এলইডি টিভি পুরস্কার দেয়া হয়।
কাহালপুর যুবসমাজের উদ্যোগে অনুষ্ঠিত এ খেলার শুভ উদ্বোধন করেন, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আশিকুল আলম তন্ময় মিয়া। এ সময় উপস্থিত ছিলেন, আটজুড়ী ইউনিয়ন আ'লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার মোল্লা, ইউপি চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মিয়া, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান ও সহ-সভাপতি আব্দুল্লাহ ফারুক, সমাজসেবক মোঃ নাসির মিয়া, মোঃ মান্নু মিয়া, মোঃ মোশাক মিয়া, অধ্যাপক রাসেল, দুলাল মিয়া, ফুটবলার তুষার মিয়া, রুবেল মিয়া, রেফারি তুষার খান ও অমিত মন্ডল সহ অনেকে।
খেলায় ধারাভাষ্যকার ছিলেন খায়রুল আলম দুখু
উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক,মেয়র, খুলনা সিটি কর্পোরেশন। সম্পাদক: মো: মুন্সি মাহবুব আলম সোহাগ। আইটি ইনচার্জ : মোঃ নাঈমুজ্জামান শরীফ । প্রকাশনা, বার্তা ও বাণিজ্যিক বিভাগ: "জাহান মঞ্জিল" ৪০, সিমেট্টি রোড (বেণী বাবু রোড), ফুলমার্কেট, খুলনা। dailydeshsanjog@gmail.com, sohagkhulna@gmail.com, online.deshsanjog.news@gmail.com যোগাযোগ করুন: info@deshsanjog.com</p>
দৈনিক দেশ সংযোগ