বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১২:২৩ অপরাহ্ন
দেশ প্রতিবেদক:
পাবনা ঈশ্বরদীর সলিমপুর ইউনিয়নের বড়ইচারা দক্ষিণপাড়া হোসেন আলীর পুকুরপাড়ে অবিস্ফোরিত একটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২ আগস্ট) সকাল ১১টায় বগুড়া সেনানিবাসের বোম নিস্ক্রিকারী দল গ্রেনেডটি নিস্ক্রিয় করে। ঘটনাস্থল থেকে ২১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৭টি বুলেট, মেশিন গানের ৩টি অবিস্ফোরিত বুলেট, ৮টি বুলেটের খোসা, ৩টি কার্তুজ (বুলেটের লাইনার) রয়েছে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. মনিরুল ইসলাম। স্থানীয়দের সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে পুকুরপারে পলিথিনের মধ্যে গ্রেনেড ও গুলি দেখতে পায় স্থানীয়রা। নিরাপত্তার কথা বিবেচনা করে রাত সাড়ে ৮টার দিকে থানায় খবর দেওয়া হয়। এরপর রাত ৯টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গ্রেনেডটি ঘিরে রাখে।
মনিরুল ইসলাম বোমা নিস্ক্রিয়কারীদের বরাত দিয়ে জানান, পলিথিনে মোড়ানো অবস্থায় হ্যান্ড গ্রেনেড ও উদ্ধার করা ২১ রাউন্ড বুলেট ১৯৭১ সালের মহান স্বাধীনতাযুদ্ধের সময়কার। এগুলো কোনোভাবে সেখানে অবিস্ফোরিত অবস্থায় মাটি চাপা পড়েছিল। পুকুরপাড় ভেঙে সেগুলো বের হয়েছে। পরে বোম নিস্ক্রিয়কারী দল গ্রেনেডটি নিস্ক্রিয় করে।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: BD IT SEBA