মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:০৯ অপরাহ্ন
সংবাদ বিজ্ঞপ্তিঃ
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর দায়িত্বরত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ এর সাথে সৌজন্য সাক্ষাত করেছেন খানজাহান আলী থানা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। ১৩ আগস্ট মঙ্গলবার সকালে ভাইস-চ্যান্সেলর মহোদয়ের কার্যালয়ে সৌজন্য সাক্ষাতকালীণ সময়ে খানজাহান আলী থানা প্রেসক্লাবের সভাপতি মোঃ মোশাররফ হোসেন, সহ-সভাপতি মোঃ মামুন মোল্লা ও আল আমিন খান, সাধারণ সম্পাদক শেখ আসলাম হোসেন, সহ-সাধারণ সম্পাদক আলম খান, কোষাধক্ষ্য জিয়াউর রহমান, কার্যকরী সদস্য রেজাউল ইসলাম, শফিউল্লাহ, আবু হামজা বাধন উপস্থিত ছিলেন।
এসময় খানজাহান আলী থানা প্রেসক্লাবের নেতৃবৃন্দ তাদের লেখনির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। দায়িত্বরত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ কুয়েটের অগ্রযাত্রায় সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করেন। এসময় মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোহাম্মদ ইলিয়াস ইনাম উপস্থিত ছিলেন।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: BD IT SEBA