দিঘলিয়ায় পূর্ব শত্রুতার জেরে জনৈক ব্যক্তিকে কুপিয়ে রক্তাক্ত জখম
প্রকাশিত সময় :
বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
২৪
পড়েছেন
সৈয়দ আবুল কাসেম, দিঘলিয়াঃ
দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের নন্দনপ্রতাপ গ্রামের ভীপতি রায়ের পুত্র ধ্রুব রায়(৩৫) একই গ্রামের আবু হাওলাদারের পুত্র ইমরান শেখ (৪০)কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্নক রক্তাক্ত জখম করে।
সুত্র থেকে জানা যায়, গতকাল বুধবার সকাল পৌণে ১২টার দিকে নন্দন প্রতাপ গ্রামের লাকী মেম্বরের বাড়ির সামনে এঘটনা ঘটে। ঘটনার পর ধ্রুব দ্রুত পালিয়ে যায়। এলাকাবাসী ইমরানকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ধ্রুবকে গ্রেফতারের জন্য জোর অভিযান অব্যাহত আছে।