• E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৪:৩৬ অপরাহ্ন

×

কয়রায দেউলিয়া বাজারের ব্যবসায়ীকে হয়রানীর প্রতিবাদে মানববন্ধন

  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ২৪ পড়েছেন

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ

কয়রা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ এস এম আমিনুর ইসলাম কর্তৃক কয়রার দেউলিয়া বাজারের জমি দখল ও দোকানের লুটপাটের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার বিকাল ৫ টায় দেউলিয়া বাজারে স্থানীয় জনগনের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অধ্যক্ষের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়ে বক্তব্য রাখেন দেউলিয়া বাজারের ব্যবসায়ী আলমগীর হোসেন, এরফান গাজী, আবুল কাশেম গাজী, আজিজুল গাজী, আসাদুল গাজী প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, আমরা দীর্ঘদিন ধরে কয়রার দেউলিয়া বাজারে ব্যবসা করে আসছি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে গোটা জাতি ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচার আওয়ামী সরকার ফ্যাসিবাদ থেকে দেশ মুক্ত হওয়ার পরের দিন দেশে নৈরাজ্য সৃষ্টি করার জন্য কয়রা মহিলা কলেজের অধ্যক্ষ এস এম আমিনুর ইসলামের নেতৃত্বে দেউলিয়া বাজারে ৪০/৫০ জন লোক নিয়ে বাজারের বিভিন্ন দোকানে হামলা চালায়। এমনকি জমি দখল করে সেখানে ঘর তৈরী করার চেষ্টা চালায়। এটিকে প্রতিহত করার পর তিনি বিভিন্নভাবে আমাদেরকে হয়রানী করছে।

ঐ ঘটনায় অধ্যক্ষ এস এম আমিনুর ইসলাম গত মঙ্গলবার কয়রা সরকারী মহিলা কলেজের শিক্ষক, কর্মচারী, ছাত্রী ও কয়রা উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের ভুল বুঝিয়ে ব্যবসায়ি আলমগীরকে সন্ত্রাসী বানিয়ে কয়রা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ জনাব এস, এম, আমিনুর রহমানের উপর সন্ত্রাসী হামলা ও জীবন নাশের হুমকির প্রতিবাদে মানব বন্ধন করে। যাহা সম্পূর্ন মিথ্যা ও বানেয়াট। এ সময় বক্তারা প্রশাসনের নিকট সঠিক ঘটনা উদঘাটনে করে প্রকৃত দোষীদের শাস্তির দাবী জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: BD IT SEBA