বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:০৪ অপরাহ্ন
খবর বিজ্ঞপ্তি:
বিপিএইচসিডিওএ, খুলনা জেলা শাখার পক্ষ থেকে পাইকগাছা দেলুটি ইউনিয়নে বন্যায় দূর্গতদের মাঝে এগারোশো পরিবারের মাঝে রান্না করা খাবার, জরুরি চিকিৎসা সেবা, বিশুদ্ধ খাবার পানি ও ঔষধ বিরতণ করা হয়। ২৬/০৮/২০২৪ইং, সেমাবার, সকাল ১০টা হতে বিকেল ৫টা পর্যন্ত বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক এসোসিয়েশন (বিপিএইচসিডিওএ), খুলনা জেলা শাখার বিপিএইচসিডিওএ, খুলনা জেলা শাখার পক্ষ থেকে পাইকগাছা দেলুটি ইউনিয়নে বন্যায় দূর্গতদের এগারোশো পারিবারের মাঝে রান্না করা খাবার, জরুরি চিকিৎসা সেবা, বিশুদ্ধ খাবার পানি ও ঔষধ বিরতণ করা হয়।
উক্ত ত্রান বিতরনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ—সভাপতি ও বিভাগীয় কমিটি এবং বিপিএইচসিডিওএ, খুলনা জেলা শাখার সুযোগ্য সভাপতি ডা. গাজী মিজানুর রহমান, সহ—সভাপতি ডা. এম. আর. খান, সহ—সভাপতি অধ্যাপক ডা. বঙ্গ কমল বসু, সাধারণ সম্পাদক ডা. গৌতম রায়, যুগ্ম—সম্পাদক ডা. বিশ্বজিৎ সরকার, কোষাধ্যক্ষ ডা. এম. বি. জামান, সমাজ কল্যাণ সম্পাদক শামিম আরা নীলা, প্রচার ও প্রকাশনা সম্পাদক বিধান বিশ্বাস ও কার্যকরী পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ হলেন ডা. এ.টি.এম. মঞ্জুর মোর্শেদ, ডা. নাজদান লস্কর, ডা. মনোরঞ্জন মন্ডল। আপনার বহুল প্রচারিত পত্রিকায় প্রকাশের জন্য সনির্বন্ধ অনুরোধ রাখছি। (ডা. গাজী মিজানুর রহমান)সভাপতিবিপিএইচসিডিওএ, খুলনা জেলা শাখা।(ডা. গৌতম রায়)সাধারণ সম্পাদক বিপিএইচসিডিওএ, খুলনা জেলা শাখা।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: BD IT SEBA