খুলনায় ২১ বিজিবি ব্যাটালিয়ন এর উদ্যোগে বানভাসিদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
খুলনা পাইকগাছার কালীনগরের ১৩টি গ্রামে ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। উপকূলীয় অঞ্চল খুলনার পাইকগাছায় কালীনগর গ্রামে ভদ্রা নদীর বাঁধ ভেঙে ১৩টি গ্রাম প্লাবিত হয়। বেড়িবাঁধ বিপর্যয়ে পড়ে ওই এলাকার প্রায় ১৫ হাজার সাধারণ মানুষের দুর্ভোগ আর ভোগান্তি চরমে পৌছে। বাঁধ মেরামতের জন্য এলাকার শত শত চেষ্টা চালিয়ে যাচ্ছেন। চরম এই বিপর্যয়ের সময় বিজিবির পক্ষ থেকে বাড়িঘর ভেসে যাওয়া বানভাসি মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ২১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খোরশেদ আনোয়ারসহ আরো অনেকে।
উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক,মেয়র, খুলনা সিটি কর্পোরেশন। সম্পাদক: মো: মুন্সি মাহবুব আলম সোহাগ। আইটি ইনচার্জ : মোঃ নাঈমুজ্জামান শরীফ । প্রকাশনা, বার্তা ও বাণিজ্যিক বিভাগ: "জাহান মঞ্জিল" ৪০, সিমেট্টি রোড (বেণী বাবু রোড), ফুলমার্কেট, খুলনা। dailydeshsanjog@gmail.com, sohagkhulna@gmail.com, online.deshsanjog.news@gmail.com যোগাযোগ করুন: info@deshsanjog.com</p>
দৈনিক দেশ সংযোগ