অনলাইন ডেস্কঃ
ভারতের মুর্শিদাবাদ ও মালদহ জেলার গঙ্গা নদীতে অবস্থিত ফারাক্কা বাঁধের সবগুলো গেট খুলে দেয়া হয়েছে। ফলে চাঁপাইনবাবগঞ্জসহ বিভিন্ন জেলায় পদ্মা নদীর পানি বেড়ে বন্যার আশঙ্কা করছেন স্থানীয়রা। তবে গত ১২ ঘণ্টায় পানিবৃদ্ধির হার বিবেচনায় বন্যার শঙ্কা নেই বলছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
পাউবো বলছে, ফারাক্কা থেকে আসা পানি গঙ্গা হয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় পদ্মা নদীতে প্রবেশ করে পাংখা পয়েন্ট দিয়ে। মঙ্গলবার সেখানে পানির স্তর বিপদসীমার নিচে ছিল। গত ১২ ঘন্টায় পানি বৃদ্ধি পেয়েছে ৪ সেন্টিমিটার। সকাল ৬টায় ওই পয়েন্টে পানির স্তর ২০ দশমিক ৫ মিটার উঁচুতে ছিল, যা বিপদসীমার (২২ দশমিক ৫৫ মিটার) নিচে।
সোমবার (২৬শে আগস্ট) বিকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে এ সম্পর্কিত নানা ধরনের পোস্ট শেয়ার করেছেন স্থানীয় ফেসবুক ব্যবহারকারীরা। ছড়াচ্ছেন নানা গুজবও। স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিসহ স্বেচ্ছাসেবীরাও সতর্ক থাকার আহ্বান সংবলিত পোস্ট শেয়ার করছেন। এতে জনমনে আতঙ্ক আরও বাড়ছে।
চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী ময়েজ উদ্দীন জানান, পদ্মা নদীর পাংখা পয়েন্টে সর্বশেষ ১২ ঘণ্টায় পানি বেড়েছে ৪ সেন্টিমিটার। পদ্মায় বিপদসীমা ২২ দশমিক ০৫ মিটার।
উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক,মেয়র, খুলনা সিটি কর্পোরেশন। সম্পাদক: মো: মুন্সি মাহবুব আলম সোহাগ। আইটি ইনচার্জ : মোঃ নাঈমুজ্জামান শরীফ । প্রকাশনা, বার্তা ও বাণিজ্যিক বিভাগ: "জাহান মঞ্জিল" ৪০, সিমেট্টি রোড (বেণী বাবু রোড), ফুলমার্কেট, খুলনা। dailydeshsanjog@gmail.com, sohagkhulna@gmail.com, online.deshsanjog.news@gmail.com যোগাযোগ করুন: info@deshsanjog.com</p>
দৈনিক দেশ সংযোগ