মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫, ০৮:৪৩ পূর্বাহ্ন
শেখ শাহরিয়ারঃ
চুরি যাওয়া মুকুট উদ্ধারে মামলা। ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির উপহার দেওয়া সাতক্ষীরার শ্যামনগরের ঐতিহ্যবাহী যশোরেশ্বরী কালীমন্দিরের দেবী কালীর মাথার রুপার মুকুট চুরির ঘটনায় প্রায় ৩৫ ঘণ্টা পর মামলা হয়েছে। মন্দির পরিচালনা কমিটির পক্ষে জ্যোতি প্রকাশ চট্রোপাধ্যায় শ্যামনগর থানায় মামলাটি করেছেন।এ মামলায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করা হয়েছে। তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে জেলা গোয়েন্দা শাখাকে (ডিবি)। তারা ইতোমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করেছেন।
আটকরা হলেন— সাতক্ষীরার শ্যামনগর থানার ইশ্বরীপুরের মৃত ছিদাম সরকার স্ত্রী রেখা সরকার(৪৫), একই গ্রামের অখিল চন্দ্র সাহার ছেলে অপূর্ব কুমার সাহা(৪৬), গোকুল চন্দ্র বিশ্বাসের ছেলে সঞ্জয় বিশ্বাস (৩৭) ও হরেন বিশ্বাসের স্ত্রী পারুল বিশ্বাস।
১২ অক্টোবর, শনিবার শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) ফকির তাইজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।তিনি বলেন, ‘মামলার পর বিষয়টি ডিবি তদন্ত করছে। ইতোমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য তারা চারজনকে আটক করেছে। এ ছাড়া সিসি ক্যামেরায় ধারণকৃত ফুটেজের যুবককে শনাক্ত করার সর্বোচ্চ চেষ্টা চলছে।
মামলার এজাহারে বাদী জ্যোতি প্রকাশ চট্রোপাধ্যায় উল্লেখ্য করেন, যশোরেশ্বরী মন্দির একটি তীর্থস্থান। ১৮০৯ সাল থেকে তাদের পূর্বপুরুষরা মন্দিরটি পরিচালনা করছেন। গত ২০২১ সালে নরেন্দ্র মোদি মন্দির পরিদর্শনকালে দেবীর মাথায় রুপার ওপর সোনার জলের রং করা একটি মুকুট পরিয়ে দেন। প্রায় ৩০ ভরি ওজনের ওই মুকুটের মূল্য প্রায় লাখ টাকা।
মামলার এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, পুরোহিত দিলীপ ব্যানার্জীর কাছে মন্দিরের চাবি থাকে। তবে পরিচ্ছন্নতার জন্য মাঝেমধ্যে রেখা রানীকে পুরোহিত চাবি হস্তান্তর করেন। এমন অবস্থায় গত ১০ অক্টোবর আগত ভক্তদের সেবা দেওয়ার সময় মন্দিরের চাবি খুলে কাজের সময় পরিচ্ছন্নতাকর্মী রেখা অসাবধানতাবশত বাইরে চলে যান। পরে অজ্ঞাত ব্যক্তিরা দেবীর মাথা থেকে মুকুট খুলে নিয়ে পালিয়ে যান।
এর আগে বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুর ২টা ৪৭ মিনিট থেকে ২টা ৪৯ মিনিটের মধ্যে এক যুবক মন্দিরে প্রবেশ করে প্রতিমার মাথায় থাকা স্বর্ণের মুকুট খুলে নিয়ে যাওয়ার দৃশ্য সিসিটিভির ফুটেছে ধরা পড়ে।
২০২১ সালের ২৭ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শ্যামনগরের যশোরেশ্বরী কালীমন্দির পরিদর্শন করেন। ওই দিন তিনি নিজ হাতে কালী প্রতিমার মাথায় মুকুটটি পরিয়ে দেন।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: BD IT SEBA