মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫, ০৮:১১ পূর্বাহ্ন
সাতক্ষীরা প্রতিনিধিঃ
পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক কর্মকর্তা—কর্মচারীদের বিরুদ্ধে হয়রানি মূলক মামলা দিয়ে কর্মস্থল শূণ্য করে পরিকল্পিতভাবে বিদ্যুৎ বিপর্যয় ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৩টায় পাটকেলঘাটা পল্লী বিদ্যুৎ সমিতির প্রধান কার্যালয়ের সামনে এ মানববন্ধনের আয়োজন পল্লী সমিতি সাতক্ষীরা কর্মকর্তা—কর্মচারীবৃন্দ।মানববন্ধনে বক্তব্য রাখেন, পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী মহাব্যবস্থাপক (পরিচালক ও রক্ষণাবেক্ষণ) লিটন চন্দ্র দে, মঞ্জুরুল আক্তার, লাইন টেকনিশিয়ান জাকির হোসেনসহ অন্যরা।
বক্তারা বলেন, আরইবি কর্তৃক নিম্নমানের মালামাল পল্লী বিদ্যুৎ সমিতির উপর চাপিয়ে জনগণের ভোগান্তি ও গ্রাহক হয়রানী বাড়াচ্ছে। পরিকল্পিতভাবে মাঠ পর্যায়ে কর্মরত পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা/কর্মচারীদের গ্রাহকের রোষানলে দাঁড় করাচ্ছে এবং পল্লী বিদ্যুতায়ন বোর্ড আইন অমান্য করে সমিতি সমূহকে আলাদা ব্যাখ্যা দিয়ে প্রতিনিয়ত নির্যাতন নিপীড়ন করছেন। বৈষম্য দূরীকরণের আন্দোলনের ফলে মন্ত্রণালয় কর্তৃক গঠিত সংস্কার কমিটির কার্যক্রম চলমান থাকা অবস্থায়, আরইবি কর্তৃক পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীদের বিরুদ্ধে মামলা প্রদান, গ্রেপ্তার ও চাকরিচ্যুত করায় ব্লাক আউট করতে আরইবি বাধ্য করে। যার দায় আরইবিকেই নিতে হবে। বক্তারা এসময় অবিলম্বে সকল মামলা প্রত্যাহারসহ গ্রেপ্তারকৃতদের নি:শর্ত মুক্তির দাবি জানান।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: BD IT SEBA