প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২১, ২০২৪, ৩:১৪ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৩, ২০২৪, ৩:৫৪ পি.এম
ওএমএস ডিলারশীপ বাতিলের আদেশ হাইকোর্টে স্থগিত
দেশ প্রতিবেদক :
সারা দেশে ওএমএস ডিলারশীপ বাতিলের আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট। গত ১২ নভেম্বর হাটকোর্টের দ্বৈতবেঞ্চের বিচারপতি ফারহানা মাহবুব ও দেবাশীষ রায় চৌধুরী এ আদেশ দেন। আদালত একই সাথে ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত সারা দেশের পূর্বের ডিলারগনকে বহাল রাখার আদেশ দিয়েছেন।
জানা য়ায়, নিম্ন আয়ের মানুষকে স্বল্প মূল্যে খাদ্য সহায়তা প্রদান এবং বাজার দর স্থিতিশীল রাখার লক্ষ্যে পাবলিক ফুড ডিস্ট্রিবিউশনের আওতায় খোলা বাজারে খাদ্য শস্য বিক্রয় (ওএমএস) কার্যক্রমে চাল ও আটা বিক্রয়ের সিদ্ধান্ত নেয় সরকার। সেই অনুযায়ী সারা দেশে ডিলার নিয়োগের মাধ্যমে স্বল্প মূল্যে অসহায় ও দরিদ্র মানুষ চাল ও আটা স্বল্প মূল্যে ক্রয় করে আসছে। হঠাৎ করে সরকারের খাদ্য মন্ত্রনালয় সকল চলমান ডিলারদের নিয়োগ বাতিল করে নতুন ডিলার নিয়ো দেয়ার সিদ্ধান্ত নেয়। এ বিষয়ে গত ৯ অক্টোবর ২০২৪ খাদ্যা মন্ত্রনালয়ের সরবরাহ-১ শাখার উপ-সচিব কুল প্রদীপ চাকমা স্বাক্ষরিত একটি পরিপত্র জারি করা হয়। এই পরিপত্রে সকল জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য নির্দেশও দেয়া হয়। দেশের ৬৪টি জেলায় জেলা প্রশাসকরা নতুন ডিলার নিয়োগের জন্য আবেদন আহবান করেন। যা প্রতিটি জেলায় আগ্রহী ব্যক্তিরা জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদনপত্র জমা দেন।
ওএমএস ডিলারশীপ বাতিলের ঘটনায় খুলনা মহানগরের ৯৩ জন ডিলারদের মধ্যে চরম অসন্তোষ দেখা দেয়। খাদ্য মন্ত্রনালয়ের ওই জারি করা পরিপত্রের বিরুদ্ধে ওএমএস ডিলারদের পক্ষে মো. খালিদ হোসেন ও ইমান শেখ হাইকোর্টে রীট আবেদন করেন। ১২ নভেম্বর শুনানী শেষে ওএমএস ডিলারশীপ বাতিলের আদেশ স্থগিতসহ ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত সারা দেশের পূর্বের ডিলারগনকে বহাল রাখার আদেশ দেন হাটকোর্টের দ্বৈতবেঞ্চের বিচারপতি। এই আদেশে বলা হয়েছে, খাদ্য মন্ত্রণালয়ের ৯ অক্টোবর ২০২৪ জারিকৃত নীতি মালা ২০২৪ এবং ৯ অক্টোবর জারিকৃত পরিপত্রে পূর্বের ও এম এস ডিলার বাতিল আদেশ আগামী ৩০ জুন ২০২৫ পর্যন্ত করা হলো। যা দেশের সকল ও এম এস ডিলারদের জন্য প্রযোজ্য। এ আদেশ এর কপি বর্তমান ওএমএস ডিলারদের পক্ষ থেকে খাদ্য সচিব ও খাদ্য মহা পরিচালক নিকট জমা দেয়া হয়েছে।
উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক,মেয়র, খুলনা সিটি কর্পোরেশন। সম্পাদক: মো: মুন্সি মাহবুব আলম সোহাগ। আইটি ইনচার্জ : মোঃ নাঈমুজ্জামান শরীফ । প্রকাশনা, বার্তা ও বাণিজ্যিক বিভাগ: "জাহান মঞ্জিল" ৪০, সিমেট্টি রোড (বেণী বাবু রোড), ফুলমার্কেট, খুলনা। dailydeshsanjog@gmail.com, sohagkhulna@gmail.com, online.deshsanjog.news@gmail.com যোগাযোগ করুন: info@deshsanjog.com</p>
দৈনিক দেশ সংযোগ