• E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫২ অপরাহ্ন

×

গড়াই নদী যেন কুষ্টিয়া পৌরসভার ডাস্টবিন !

  • প্রকাশিত সময় : শনিবার, ১৮ মে, ২০২৪
  • ৪১ পড়েছেন

দেশ প্রতিবেদক, কুষ্টিয়া :
কুষ্টিয়ার খোকসা পৌরসভা ২০০২ সালের প্রতিষ্ঠার পর থেকে পদ্মা শাখা গড়াই নদী ও সুন্দরবনের ফুসফুস খ্যাত গড়াই নদী যেন ডাস্টবিনে পরিণত হয়েছে। পৌরসভার কঠিন ও তরল বর্জ্য নিষ্কাশনের চারটি নালা ও বিভিন্ন ওয়ার্ড এবং পৌরবাজার থেকে সংগ্রহ করা সকল বর্জ্য ফেলা হচ্ছে গড়াই নদীতে। এ বিষয়ে উপজেলার একাধিক পরিবেশবিদ সংগঠন মৌখিক ও লিখিত সহ স্থানীয় মানববন্ধন করলেও গড়াই নদীতে বর্জ্যফেলা বন্ধ হয়নি। গড়াই নদীর ওসমানপুর খেয়া ঘাটের পাশে শিশু খাদ্য তৈরীর কারখানা (কহিনুর বেকারি) পিছনে ও জেলেপল্লীর আবাসিক এলাকায় পৌর বর্জ্য প্রচন্ড দুর্গন্ধে চলাচল করা অসম্ভব হয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দা ও খেয়াঘাট পারাপারের সাধারণ মানুষরা নাকে কাপড় দিয়ে চলাচল করছে। এছাড়াও পৌরসভার বসবাসকারী চারটি ড্রেনের মাধ্যমে তরল বর্জ্য ও বাজারের বিভিন্ন পয়োনিষ্কাশন বর্জ্য গড়াই নদীতে ড্রেনের মাধ্যমে অপসারণ করাই নদীর পানি প্রচন্ডভাবে দূষিত হচ্ছে। মিঠাপানির মাছ ও জীববৈচিত্র্য চরমভাবে হুমকির মুখে পড়েছে। একদিকে যেমন গড়াই নদীর পানি দূষিত হচ্ছে অপরদিকে পৌর বর্জ্য নদীতে ফেলার কারণে পানিতে বসবাসকারী মাছ ও জীববৈচিত্র্য মৃত্যু বারণ করছে। এছাড়াও দুর্গন্ধে স্থানীয় বসবাসকারী সাধারণ মানুষরা দুর্বিষহ জীবন যাপন করছে। এ বিষয়ে পৌর পিতা প্রভাষক তারিকুল ইসলাম তারিক এর কাছে একাধিকবার পরিত্রান চেয়েও ওসমানপুর এলাকাবাসী এবং পৌরবাসী কোন পরিত্রাণ পায়নি। পৌর সচিব ও উপসহকারী প্রকৌশলী সুজন আলী জানান, পৌর বর্জ্য ফেলার জন্য পৌর কর্তৃপক্ষ এরই মাঝে ডাম্পিং এর জন্য জায়গা ক্রয় করেছে। প্রয়োজনীয় ব্যবস্থা কার্যক্রম শেষ হলে আমরা ওখানে আর পৌরবর্জ্য ফেলবোনা। পৌরবাসী ও স্থানীয় পরিবেশবিদদের দাবি অনতিবিলম্বে গড়াই নদীতে পৌর বর্জ্য না ফেলে অন্যত্র ফেলার জন্য জোর দাবি জানিয়েছেন সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: BD IT SEBA