রবিবার, ১৯ মে ২০২৪, ০৪:২০ পূর্বাহ্ন

বাগেরহাটে শিশু নির্যাতনের ঘটনায় জড়িতদের বিচারের দাবী মানববন্ধন ও বিক্ষোভ

দেশ প্রতিবেদক, বাগেরহাট
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩
  • ১৩৫ পড়েছেন

                    বাগেরহাটের রামপাল উপজেলার মল্লিকের বেড় ইউনিয়নের বৌ বাজার এলাকায় চোর অপবাদ দিয়ে  শিশু নির্যাতনের ঘটনায় জড়িত গ্রাম পুলিশ মোনাসিম খান ওরফে (কালু চৌকিদার)সহ ঘটনার সাথে জড়িতদের বিচারের দাবীতে মানববন্ধন  বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসি। সোমবার (২৪জুলাইবেলা ১১টার উপজেলার সন্ন্যাসী বাজার এলাকায়  মানববন্ধন  বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মানববন্ধনে স্থানীয় নূর মোহাম্মদআজিজচৌকিদারনজরুল শিকদার  মোয়াজ্জেম হাওলাদারসহ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তরাশিশু ইয়সিন আরাফাতকে দড়ি দিয়েহাতপা বেধে নির্যাতনের ঘটনা জড়িত গ্রাম পুলিশ মোনাসিম খান ওরফে (কালু চৌকিদার)কে চাকুরী থেকে অপসারনসহ ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

প্রসঙ্গতগত শুক্রবার (২১ জুলাইরামপাল উপজেলার বৌ বাজার এলাকায় চোর অপবাদ দিয়ে শিশু ইয়সিন আরাফাতকে নির্যাতন করেন গ্রাম পুলিশমোনাসিম খান ওরফে (কালু চৌকিদার)সহ বেশ কয়েকজন। নির্যাতনের ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে পুলিশ অভিযানচালিয়ে ঘটনার সাথে জড়িত রামপাল উপজেলার মল্লিকেরবেড় ইউনিয়েনের গ্রাম পুলিশ মোনাসিম খানএকই এলাকার মাহমুদ ইসলাম মো. কেরামতহাওলাদারকে গ্রেফতার করে।  ঘটনায় শিশু ইয়াসিনের বাবা দিনমজুর অলিয়ার রহমান বাদী হয়ে রামপাল থানায়  জনের নামে একটি মামলা করেন।  

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরনের আরো সংবাদ

Categories

© All rights reserved © 2019 LatestNews
Hwowlljksf788wf-Iu