রবিবার, ১৯ মে ২০২৪, ০৪:২০ পূর্বাহ্ন

খাদ্যে ভেজাল কারীদের বিরুদ্ধে আমার অভিযান অব্যাহত থাকবে: কোহিনুর জাহান

রিপোর্টার
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫৬ পড়েছেন

রূপসা প্রতিনিধি: রূপসা উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্র কোহিনুর জাহান বলেন, খাদ্যে যারা ভেজাল করবে তাদের বিরুদ্ধে আমার অভিযান অব্যাহত থাকবে। কৃত্রিম উপায়ে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার পরিবেশন, নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ও খাবারে কোনরকম অনিয়ম করলে আমরা ছাড় দিব না। জনস্বার্থে আমাদের এই অভিযানকে বাড়িয়ে আসন্ন রমজান উপলক্ষে বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণ ও হোটেল রেস্তোরায় তৈরি খাবারে কোনরকম ভেজাল করলে সেটি প্রতিহত করব। গতকাল দুপুরে পূর্ব- রূপসা বাজারে অভিযান কালে উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর জাহান এসব কথা বলেন। এ সময় বাজার মনিটরিং, মূল্য তালিকা প্রদর্শন না’করা, অস্বাস্থ্যকর -অপরিচ্ছন্ন পরিবেশে খাবার পরিবেশন, খাদ্য সামগ্রী ঢেকে না রাখায় রূপসায় দুটি প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতে ৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। মূল্য তালিকা না’থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৮ ধারায় মুজিবর খানের কাঁচামালের দোকান থেকে ৫০০ টাকা, নোংরা- অপরিচ্ছন্ন পরিবেশ ও খাবার ঢেকে না রাখার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫৩ ধারায় সুফিয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এর মালিক কে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা কোহিনুর জাহান।
অভিযানকালে রূপসা ফাড়িঁর এসআই মোস্তফা কামালের নেতৃত্বাধীন একদল পুলিশ সদস্য সহযোগিতা করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরনের আরো সংবাদ

Categories

© All rights reserved © 2019 LatestNews
Hwowlljksf788wf-Iu