রবিবার, ১৯ মে ২০২৪, ১২:৫২ পূর্বাহ্ন

রাষ্ট্রপতি পুলিশ পদক পেলেন শার্শা থানার অফিসার ইনচার্জ

মো.আরিফুর রহমান
  • প্রকাশিত সময় : রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ৮৪ পড়েছেন

রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম)-সেবা পেলেন শার্শা থানার অফিসার ইনচার্জ শেখ মোঃ মনিরুজ্জামান। মামলার রহস্য উদঘাটন, গণমূখী পুলিশী সেবা নিশ্চিত করা, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা, শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য তিনি পিপিএম-সেবা পদকে ভূষিত হন। রাজারবাগ পুলিশ লাইনসে জাতীয় পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ পদক পরিয়ে দেন তাকে। অফিসার ইনচার্জ শেখ মো: মনিরুজ্জামান খুলনা জেলার রুপসা উপজেলার একজন কৃতি সন্তান।

শেখ মোঃ.মনিরুজ্জামান পুলিশ বাহিনীতে সাব-ইনন্সপেক্টর হিসেবে প্রথমে যোগদান করেন। বিশেষ কাজের অবদানে এর আগে তিনি দু’বার আইজিপি মেডেল প্রাপ্ত হয়েছেন। এছাড়া তিনি দেশ ও দেশের বাহিরে বিশেষায়িত প্রশিক্ষন গ্রহণ করেছেন। তিনি বলেছেন, সততা নিষ্ঠা কর্তব্য ও উত্তম পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনে আমি বাংলাদেশ পুলিশ বাহিনীর সর্বশেষ পদক রাষ্ট্রপতি পুলিশ পদকে ভূষিত হয়েছি।  আমি আমার চাকুরি জীবনে শেষ দিন পর্যন্ত আমার উপর অর্পিত দায়িত্ব শত ভাগ সততার সাথে পালন করে যেতে চাই। দেশ ও জাতীর কল্যানে কাজ করতে চাই।  অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালনকালে সার্বিক নির্দেশনা প্রদান ও সহযোগিতার জন্য যশোর জেলার পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বিপিএম বার বিপিএম সহ সকল সহকর্মিদের প্রতি কৃতঙ্গতা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরনের আরো সংবাদ

Categories

© All rights reserved © 2019 LatestNews
Hwowlljksf788wf-Iu