রবিবার, ০৫ মে ২০২৪, ০৯:২৭ অপরাহ্ন

পেশাজীবী সাংবাদিকদের সংগঠনগুলোতে কর্মোপযোগী পরিবেশ সৃষ্টি করতে সকলকে এগিয়ে আসতে হবে : খুলনা সিটি মেয়র 

দেশ প্রতিবেদক :
  • প্রকাশিত সময় : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪
  • ২৬৯ পড়েছেন
  • খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, বস্তুনিষ্ঠ সংবাদের মধ্য দিয়ে প্রকৃত সাংবাদিকদের চেহারা ফুটে উঠে। বর্তমানে গণমাধ্যমে প্রকৃত সাংবাদিকদের সংকট দেখা দিয়েছে। তাই সংবাদ পরিবেশনের পাশাপাশি পেশাজীবী সাংবাদিক ও সংবাদকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে। গণমাধ্যম ও সাংবাদিকদের পেশাজীবী সংগঠনগুলোতে কর্ম উপযোগী পরিবেশ সৃষ্টি করতে সকলকে এগিয়ে আসতে হবে। তিনি আরো বলেন, দেশ ও জাতির স্বার্থে সাংবাদিকদের লেখনী একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেজন্য পেশাজীবী সাংবাদিককে সকল মতাদর্শের উর্ধ্বে থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি সোমবার সন্ধ্যায় নগরীর একটি অভিজাত হোটেলে খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির ইফতার মাহফিল পূর্ব আলোচনায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির আহ্বায়ক মো. মুন্সি মাহবুব আলম সোহাগের সভাপতিত্বে ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা চেম্বার অব কর্মাসের সভাপতি ও সাবেক মেয়র কাজি আমিনুল হক, খুলনা মহানগর বিএনপির সভাপতি এ্যাড. এস এম শফিকুল আলম মনা, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, সংসদ সদস্য অধ্যাপক রুনু রেজা, দৈনিক প্রবাহের সম্পাদক আশরাফ উল হক, সওজ’র নির্বাহী প্রকৌশলী আনিছুজ্জামান মাসুদ, খুলনা বিভাগীয় পাসপোর্ট অফিসের পরিচালক আবু সাঈদ, শ্রম অধিদপ্তরের পরিচালক মো. মিজানুর রহমান, দক্ষিনাঞ্চল প্রতিদিন পত্রিকার সম্পাদক এস এম সাহিদ হোসেন, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম হাবিব, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি এস এম জাহিদ, সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক হাওলাদার, মহানগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশ, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মো. শাহ আলম, খুলনা টাইমস পত্রিকার সম্পাদক সুমন আহমেদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব মো. হেদায়েত হোসেন মোল্যা, নির্বাহী পরিষদের সদস্য কৌশিক দে বাপী, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক সায়েদুজ্জামান সম্রাট, টিভি রিপোটার্স ইউনিটির সাবেক সভাপতি সুনিল দাস, মাছরাঙা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি আবু হেনা মোস্তফা জামাল পপলু, টিভি রিপোটার্স ইউনিটির সদস্য সচিব বাবুল আকতার, সাবেক সাধারণ সম্পাদক মো. আমিরুল ইসলাম ও শেখ লিয়াকত হোসেন, আহ্বায়ক কমিটির সদস্য আমজাদ হোসেন লিটন ও শেখ হেদায়েত উল্লাহ, আরটিভির প্রতিনিধি এস এম মনিরুজ্জামান, সময় টিভির ব্যুরো প্রধান নেয়ামুল হোসেন কচি, দৈনিক দেশ সংযোগ প্রত্রিকার নির্বাহী সম্পাদক আবু নুরাইন খোন্দকার, মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, দৈনিক প্রথম আলোর প্রতিনিধি উত্তম মন্ডল, বাংলাদেশ প্রতিদিনের মাকসুদ আলী, দৈনিক আজকের পত্রিকার কাজী শামীম আহমেদ, দৈনিক পূর্বাঞ্চলের রফিউল ইসলাম টুটুল, ফটোসাংবাদিক দেবব্রত রায়, টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি আবু সাঈদ, গ্লোবাল টিভির ব্যুরো প্রধান আনিছুর রহমান কবীর, মাই টিভির ব্যুরো প্রধান শিশির রঞ্জন মল্লিক, বাংলা টিভির প্রতিনিধি তরিকুল ইসলাম ডালিম, এশিয়ান টিভির প্রতিনিধি আব্দুল আজিজ, বিজয় টিভির প্রতিনিধি আব্দুর রাজ্জাক, টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক হাসান আল মামুন, নিউজ২৪ এর ক্যামেরাপার্সন মো. রফিক আলী, বাংলাটিভির ক্যামেরাপার্সন জালাল শেখ, দৈনিক দেশ সংযোগ পত্রিকার সাহিত্য সম্পাদক মুকুল রায়, দৈনিক বাংলাদেশ সমাচারের জেলা প্রতিনিধি আমিরুল ইসলাম বাবু, দৈনিক দেশসংযোগ পত্রিকার স্টাফ রিপোর্টার মো. জিলহাজ্ব হাওলাদার, দৈনিক প্রবাহের মো. রুহুল আমিন, দৈনিক সকালের সময় পত্রিকার প্রতিনিধি মো. আরিফুর রহমান, মোহনা টেলিভিশনের ক্যামেরাপার্সন মাহফুজুল আলম সুমন, ক্যামেরাপার্সন আমিনুর রহমান নিউটন, এশিয়ান টিভির ক্যামেরাপার্সন শেখ রাসেল ও শংকর কুমার বিষ্ণ, ইনডিপেনডেন্ট টিভির ক্যামেরপার্সন আরাফাত হোসেন অনিক, দ্যা ডেইলি স্টারের ফটোসাংবাদিক হাবিবুর রহমান, ফটোসাংবাদিক সাগর সরকার, তুফান গাইন, চ্যানেল আইয়ের ক্যামেরাপার্সন হাবিবুল্লাহ শাকিল, মাইটিভির ক্যামেরাপার্সন রাজু আহমেদ, ক্যামেরাপার্সন মেহেদী হাসান পলাশসহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। পরে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা রফিকুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরনের আরো সংবাদ

Categories

© All rights reserved © 2019 LatestNews
Hwowlljksf788wf-Iu