সোমবার, ০৬ মে ২০২৪, ০২:৩১ পূর্বাহ্ন

দশমিনায় ইলিশ পরিবহনের সময় একজনকে বিনাশ্রম কারাদণ্ড

রিপোর্টার
  • প্রকাশিত সময় : সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ৭৮ পড়েছেন
দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি :
পটুয়াখালী দশমিনা উপজেলায় ইলিশ পরিবহনের সময় একজনকে আটকের ঘটনা ঘটে।
আটককৃত হলেন ভোলা জেলার, চরআইচা ইউনিয়নের চরকলমী গ্রামের আলমগীর হাওলাদারের ছেলে মো.মনির হোসেন(৪৫)
জানা যায়, ইলিশ অভয়াশ্রম সময় কালে ইলিশ পরিবহন করার সময় ভোলা জেলার চরফ্যাশন উপজেলার ঘোষের হাট লঞ্চ ঘাট থেকে ভাই ভাই লঞ্চ এ  রবিবার বিকেল ৫ টায় ইলিশ মাছ পরিবহন করার সময় গোপন সংবাদের ভিত্তিতে  উপজেলা মৎস্য অধিদপ্তর,দশমিনা মেরিন ফিশারিস কর্মকর্তা নাজমুল হাসান ও নৌপুলিশ ফাঁড়ি উপপুলিশ পরিদর্শক (এসআই) আল মামুম সহ সঙ্গীয় ফোর্স  যৌথ অভিযান পরিচালনা করে উপজেলার হাজিরহাট লঞ্চ ঘাটে ভোলা জেলার চরফ্যাশন উপজেলার ঘোষের হাট লঞ্চ ঘাট থেকে আসা ভাই ভাই লঞ্চ থেকে ২শত কেজি ইলিশ জব্দ ও একজনকে আটক করা হয়। সহকারি কমিশনার ভুমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওয়াশিউজ্জামান চৌধুরী মোবাইল কোর্ট এর মাধ্যমে   আটক কৃতকে মো. মনির হোসেনকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। জব্দকৃত মাছ ১০ টি হাফিজিয়া মাদ্রাসায় বিতরণ করা হয়।
মেরিন ফিশারিস কর্মকর্তা নাজমুল হাসান বলেন, ১লা মার্চ থেকে ৩০ এপ্রিল তেঁতুলিয়া ও বুড়াগৌরঙ্গ নদীতে সকল প্রকার মাছ ধরায় নিষেধাজ্ঞা। ইলিশ পরিবহনের সময় ভোলা জেলার চরফ্যাশন উপজেলার ঘোষের হাট লঞ্চ ঘাট থেকে আসা দশমিনা লঞ্চ ঘাটে ভাই ভাই লঞ্চ থেকে ২শত কেজি ইলিশ জব্দ ও একজনকে আটক করা হয়। আটককৃতকে মোবাইল কোর্ট এর মাধ্যমে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরনের আরো সংবাদ

Categories

© All rights reserved © 2019 LatestNews
Hwowlljksf788wf-Iu