রবিবার, ০৫ মে ২০২৪, ০৭:৫৩ অপরাহ্ন

খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির বিষয়ে অপপ্রচারে বিভ্রান্ত না হতে নবনির্বাচিত নেতৃবৃন্দের আহবান

বিজ্ঞপ্তি:
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ১০৭ পড়েছেন

খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির (কেটিআরইউ) নামে ইফতার মাহফিল সংক্রান্ত একটি প্রেসবিজ্ঞপ্তিতে বিষ্ময় প্রকাশ করেছেন সংগঠনের নবনির্বাচিত আহবায়ক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ ও সদস্য সচিব বাবুল আখতারসহ আহবায়ক কমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দ। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন আয়োজনে ব্যর্থ ও মেয়াদর্ত্তীণ কমিটি বিলুপ্ত করে সাধারণ সভার মাধ্যমে একটি এডহক কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটিকে পাশ কাটিয়ে ও সংগঠনের নাম ব্যবহার করা দু:খজনক ও সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী।

সদ্য সমাপ্ত সাধারণ সভায় মোট ২৩ সদস্যের ১০ জন উপস্থিত ছিলেন এবং ৪ জন জরুরি কাজে বাইরে থাকায় মোবাইলে সম্মতি জ্ঞাপন করেন। শুধু তাই নয় বিলুপ্ত ৯ সদস্যের নির্বাহী কমিটির ৬ জন আলোচনায় অংশ নেন এবং আহবায়ক কমিটি গঠনের সম্মতি প্রদান করেন। সেই মোতাবেক উপস্থিত সকল সদস্যের সম্মতিতে ৫ সদস্যের এডহক কমিটি গঠন হয়। কিন্তু দু:খজনকভাবে সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্ন করতে মেয়াদ উত্তীর্ণ কমিটির কতিপয় সদস্য নিজেদেরকে কেটিআরইউ নেতা পরিচয় দিয়ে সংবাদ মাধ্যমে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছেন। খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটি (কেটিআরইউ)’র এডহক কমিটি পেশাজীবী সদস্যদের স্বার্থ রক্ষা, যথাসময়ে নির্বাচন অনুষ্ঠান ও গঠনতন্ত্র অনুযায়ী সংগঠন পরিচালনায় দৃঢ় প্রতিজ্ঞ। ফলে সংগঠনকে বিতর্কিত বা বিভেদ সৃষ্টি না করার জন্য সকলের প্রতি আহবান জানান। অন্যথায় তাদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নেতৃবৃন্দ আরো বলেন, সর্বশেষ ২০২২ সালের ১৯ মার্চ কেটিআরইউ’র এক বছরের কমিটি নির্বাচিত হয়। কিন্তু দুই বছরেও ওই কমিটি নির্বাচন দিতে ব্যর্থ হয়। নির্বাহী পরিষদের সভা আহবান করেও তারা ব্যর্থ হয়েছে। পরে ভূয়া সাধারণ সভা দেখিয়ে সংবাদ বিজ্ঞপ্তি প্রচার করেছে নৌ ওই। আশা করছি তাদের এসব কর্মকান্ড ও অপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলকে বিশেষভাবে অনুরোধ জানান নেতৃবৃন্দ। বিবৃতিদাতা অন্যান্য নেতৃবৃন্দরা হলেন, মো. আমিরুল ইসলাম (ডিবিসি), আমজাদ আলী লিটন (আনন্দ টিভি) ও মো. হেদায়েতুল্লাহ শেখ (বৈশাখী টেলিভিশন)। ##

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরনের আরো সংবাদ

Categories

© All rights reserved © 2019 LatestNews
Hwowlljksf788wf-Iu