রবিবার, ০৫ মে ২০২৪, ০৫:৩৫ অপরাহ্ন

৪০.৭ ডিগ্রি তাপমাত্রা চুয়াডাঙ্গায়

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
  • ৪৩ পড়েছেন

মঙ্গলবার চুয়াডাঙ্গা জেলায় ছিল সর্বোচ্চ ৪০.৬ ডিগ্রি সেলসিয়াস। আজ সেই রেকর্ড ছাড়িয়ে গেছে। বুধবার (১৭ এপ্রিল) জেলাটিতে ৪০.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। জেলাজুড়ে বইছে তীব্র তাপপ্রবাহ। এটি অতি তীব্র তাপপ্রবাহে পরিণত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। চুয়াডাঙ্গার আবহাওয়া পর্যবেক্ষণাগার থেকে জানানো হয়েছে, বুধবার বিকেল ৩টায় চুয়াডাঙ্গায় ৪০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা চলতি মৌসুমে চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা।  এ নিয়ে টানা দুই দিন চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রায় রেকর্ড করা হলো। চলমান তাপপ্রবাহ আরও বিস্তার লাভ করতে পারে বলে জানানো হয়েছে। আরও কিছুদিন এ অবস্থা চলতে পারে বলে জানিয়েছেন চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান। তিনি বলেন, জেলার ওপর দিয়ে তীব্র তাপ্রবাহ বয়ে চলছে। যা অব্যাহত থাকতে পারে। এখনই বৃষ্টির সম্ভবনা নেই। এদিকে তীব্র তাপপ্রবাহের কারণে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের শ্রমজীবীরা। প্রয়োজনের বাইরে ঘর থেকে বের হচ্ছেন না কেউ। আবহাওয়া অধিদপ্তর বলছে, আজও বৃষ্টি হতে পারে কয়েকটি এলাকায় তবে দুটি জেলায় তীব্র তাপপ্রবাহ এবং অধিকাংশ জেলায় মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বুধবার (১৭ এপ্রিল) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চুয়াডাঙ্গা ও বাগেরহাট জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ এবং রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, বরিশার, চট্টগ্রাম, সিলেট ও খুলনা বিভাগের অবশিষ্টাংশের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে। এ ছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরনের আরো সংবাদ

Categories

© All rights reserved © 2019 LatestNews
Hwowlljksf788wf-Iu